অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে এ বিএনপি নেতা এসব কথা বলেন।
নজরুল ইসলাম খান আরও বলেন, সরকার জনগনের সমর্থনে টিকে নাই। সরকার টিকে আছে প্রশাসনের জোরে। তাই দুদক কিংবা প্রশাসনে কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় না।
সরকারের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি বলেন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হলে দেশে এতো চাল আমদানি করতে হয় কেনো। জনগণের অর্থের অপব্যয় হচ্ছে। ক্রমাগত পানির দাম বাড়াচ্ছে। জনগণের প্রতি কোনো দায় নাই। সরকারের ক্ষমতায় থাকার কৌশল ঠেকাতে হবে।
ওই সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, সরকারের সময় শেষ বলে মাথা খারাপ হয়ে গেছে। সরকারের পতন ছাড়া আর কিছু দেখতে চাই না। নির্বাচন তখনই হবে, যখন নির্দলীয় সরকারের অধীনে হবে। বিএনপি কোনো নীল নকশার নির্বাচন হতে দিবে না।
সমাবেশে জানানো হয়, কোভিডের মধ্যে ১১হাজারের বেশি নতুন কোটিপতি হয়েছে বাংলাদেশে। ৩ কোটি ২৪ লাখ মানুষ নতুন করে দরিদ্র হয়েছে। উন্নয়নের যে হিসেব দেয়া হচ্ছে তা সরকারের ফুটানি।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা