অনলাইন ডেস্ক
তবে মেলবোর্ন টেস্টে ৮২ রানে পিছিয়ে থেকে ফের ব্যাটিং বিপর্যয়ে পড়েছে ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে মাত্র ২২ রান তুলতেই তারা হারিয়েছে ৪ উইকেট। ৩২ রানে ৪ উইকেট নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে ইংলিশরা। জো রুটের দল এখনও পিছিয়ে ৫১ রানে। অর্থাৎ ইনিংস হারের শঙ্কাও রয়ে গেছে সফরকারিদের।
দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে প্রথম ৪ ওভার কোনোমতে কাটালেও পঞ্চম ওভারে জোড়া ধাক্কা খায় ইংল্যান্ড। টানা দুই বলে জ্যাক ক্রলি (৫) আর ডেভিড মালানকে (০) ফেরান মিচেল স্টার্ক।
৭ রানে ২ উইকেট হারানো দলের হাল ধরবেন কি, উল্টো বিপদে ফেলেই সাজঘরে ফেরেন হাসিব হামিদ। ইংলিশ ওপেনার ৭ রান করে হন অভিষিক্ত স্কট বোল্যান্ড শিকার। দশম ওভারে এক বল পর ‘নাইটওয়াচম্যান’ হিসেবে নামা জ্যাক লিচকেও বোল্ড করেন বোল্যান্ড।
ফলে আরও একবার ইংল্যান্ডের ইনিংস মেরামতের দায়িত্ব পড়েছে অধিনায়ক জো রুটের কাঁধে। ১২ রানে অপরাজিত তিনি, ২ রান নিয়ে তৃতীয় দিনে খেলতে নামবেন বেন স্টোকস। এর আগে ১ উইকেটে ৬১ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে অস্ট্রেলিয়া। আগের দিন আউট হয়েছিলেন ডেভিড ওয়ার্নার (৩৮)। আরেক ওপেনার মার্কাস হ্যারিস অপরাজিত ছিলেন ২০ রানে।
সেই হ্যারিসই শেষ পর্যন্ত দলের পক্ষে সর্বোচ্চ ইনিংসের মালিক। তিনি একটা প্রান্ত ধরে না রাখলে লিড নেওয়া কঠিন হয়ে যেতো স্বাগতিকদের। পরের ব্যাটসম্যানরা কেউ যে ত্রিশের ঘরও ছুঁতে পারেননি।
দলীয় ১৮০ রানের মাথায় ষষ্ঠ ব্যাটার হিসেবে আউট হন হ্যারিস। ১৮৯ বলে ৭ বাউন্ডারিতে ৭৬ রান করা অসি ওপেনারের উইকেটটি নেন জেমস অ্যান্ডারসন। এছাড়া ট্রাভিস হেড ২৭, প্যাট কামিন্স করেন ২১ রান। মিচেল স্টার্ক ২৪ রানে অপরাজিত থাকেন।
ইংলিশ বোলারদের মধ্যে সবচেয়ে সফল অ্যান্ডারসন। ৩৩ রানে বর্ষীয়ান এই পেসারের শিকার ৪ উইকেট। ওলি রবিনসন আর মার্ক উড নেন দুটি করে উইকেট।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা