সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে’তে টস জিতে ব্যাটিং করছে বাংলাদেশ।
প্রথম ম্যাচ জিতে তিন ম্যাচ সিরিজে ১-০’তে এগিয়ে আছে মাশরাফি বিন মুর্ত্তজার দল।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ।
তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে এরই মধ্যে বিশাল জয় পেয়েছে টাইগাররা। দ্বিতীয় ম্যাচে মুস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফ উদ্দিনকে ছাড়াই একাদশ সাজিয়েছে স্বাগতিকরা।
সিরিজের প্রথম ম্যাচে লিটন কুমার দাসের দুর্দান্ত শতকে নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশ দল সংগ্রহ করে ৩২১ রান। জবাবে টাইগার বোলারদের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১৫২ রানে গুটিয়ে যায় সফরকারীদের ইনিংস। আর তাতেই নিজেদের ইতিহাসের সর্বোচ্চ রানের ব্যবধান জয় পায় বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, তাইজুল ইসলাম, আল আমিন হোসেন ও শফিউল ইসলামের।
জিম্বাবুয়ে একাদশ শন উইলিয়ামস (অধিনায়ক), থিনাসে কামুনহুকামওয়ে, ব্রেন্ডন টেইলর, রিচমন্ড মুতুম্বামি, রেগিস চাকাভা, সিকান্দার রাজা, ওয়েসলে মাধেভেরে, তিনোটেন্ডা মুতোমবোদজি, চার্লটন শুমা, কার্ল মুম্বা ও ডোনাল্ড টিরিপানো।
Like & Share our Facebook Page: Facebook
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা