সিনিয়র স্টাফ রিপোর্টার দেশে সর্বত্র সামাজিক অস্থিরতা এবং রাজনৈতিক শূন্যতা বিরাজ করছে। কোথাও সুখ-শান্তি নাই। মানুষের মধ্যে মানবিকতা এবং মানবিক মুল্যবোধ হারিয়ে গেছে। সমাজে মানবিক মূল্যবোধের পতন ঘটেছে। ঢাকা বিভাগীয় টাঙ্গাইল জেলার সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি. এম. কাদের একথা বলেন। জি.এম. আরো বলেন, আমাদের সকল মতভেদ ভুলে পার্টিকে সু-সংগঠিত ও শক্তিশালী করতে হবে। দলের স্বার্থে সকল প্রকার ত্যাগ স্বীকার করতে হবে। তিনি বলেন, দলে ঐক্যের বিকল্প নাই। ঢাকা বিভাগীয় টাঙ্গাইল জেলার সাংগঠনিক সভায় সভাপতিত্ব করেন- কমিটির আহ্বায়ক ও প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, উপস্থিত ছিলেন- প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, আবুল কাশেম, এস.এম. ফয়সল চিশতী, পীরজাদা শফিউল্লাহ আল মনির, টিমের সদস্য সচিব ও প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটন, ভাইস চেয়ারম্যান জহুরুল ইসলাম জহির, নুরুল ইসলাম নুরু, আহসান আদেলুর রহমান আদেল এমপি, মোস্তাকুর রহমান মোস্তাক, যুগ্ম মহাসচিব আশরাফ সিদ্দিকী, সম্পাদক মন্ডলীর সদস্য যুগ্ম দফতর সম্পাদক এম.এ. রাজ্জাক খান, রেজাউল করিম, এনাম জয়নাল আবেদীন। এছাড়াও ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে বনানী চেয়ারম্যানের অফিসে। উক্ত সভায় উপস্থিত ছিলেন আহ্বায়ক ও প্রেসিডিয়াম সদস্য এম.এ. সাত্তার, যুগ্ম আহ্বায়ক ওপ্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম এমপি, সদস্য জহিরুল ইসলাম জহির, সদস্য সচিব ও ভাইস চেয়ারম্যান মোস্তফা আল মাহমুদ, সাংগঠনিক টিমের সদস্য ও সাংগঠনিক সম্পাদক নির্মল দাস এবং মোঃ হেলাল উদ্দিন।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা