অনলাইন ডেস্ক
দেশে নভেল করোনাভাইরাস বা কভিড-১৯ এ আক্রান্ত আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নতুন করে ১৮২ জনের দেহে এই ভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে।
দেশে করোনায় একদিনে শনাক্তের এই সংখ্যা সর্বোচ্চ।
সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। নিজের বাসা থেকে এতে যুক্ত হন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
করোনা মোকাবিলায় যে কারণে সফল কেরালা
এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৮০৩ জন। মোট মারা গেছেন ৩৯ জন।
এছাড়া আক্রান্তদের মধ্যে নতুন করে সুস্থ হয়ে উঠেছেন আরও ৩ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৪২ জন।
Like & Share our Facebook Page
আরোও পড়তে পারেন : বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি শীর্ষ মার্কিন সংস্থাগুলোর