ফাইল ছবি।
দেশে করোনাভাইরাসে আরও একজনের মৃত্যু হয়েছে। এতে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে চারজনে। নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৬ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ জনে।
মঙ্গলবার (২২ মার্চ) বিকেলে করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন লাইভ ব্রিফিংয়ে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।
গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহানে প্রথম শনাক্ত হওয়া করোনাভাইরাস এখন বৈশ্বিক মহামারি। বিশ্বের ১৯৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এ ভাইরাসটি। এখন পর্যন্ত এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্তের সংখ্যা তিন লাখ ৭৮ হাজার ৮৪৮ এবং মারা গেছেন ১৬ হাজার ৫১৪ জন। অপরদিকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এক লাখ দুই হাজার ৬৯ জন।
বাংলাদেশে এ ভাইরাস শনাক্ত হয়েছে গত ৮ মার্চ। এরপর দিন দিন এ ভাইরাসে সংক্রমণের সংখ্যা বেড়েছে।
করোনা ভাইরাস প্রতিরোধ প্রসঙ্গে তিনি বলেন, নিয়মিত সাবান এবং পানি দিয়ে দুই হাত ধোবেন। অপরিস্কার হাতে চোখ, নাক, মুখ স্পর্শ করবেন না। ইতিমধ্যে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলুন। এখানে শুধু কোভিড-১৯ এর জন্য প্রযোজ্য নয়, যেকোন ধরণের শ্বাস তন্ত্রের সংক্রমণ যদি থাকে তার সংস্পর্শ এড়িয়ে চলুন। কাশি শিষ্টাচার মেনে চলুন। অসুস্থ হলে ঘরে থাকুন। বাইরে যাওয়া যদি প্রয়োজন হয়, অসুস্থ হলে মাস্ক ব্যবহার করুন। কারো সাথে করমর্দন করা কোলাকুলি করা থেকে বিরত থাকুন। বিদেশ ভ্রমণ থেকে বিরত থাকুন। যারা দেশের বাইরে আছেন তারা দেশে ফেরা থেকে বিরত থাকুন। বিশেষ গ্রুপ যারা আমাদের অতি বয়স্ক ব্যক্তি তারা যেন ঘরের মধ্যে থাকেন, প্রয়োজন না হলে বাইরে যেন বের না হন। হাসপাতালে যাওয়ার প্রয়োজন ছাড়া অসুস্থরা বাইরে যাবেন না। কারো কোন অনুষ্ঠান থাকলে সেটা এখন বাদ দিনভীড় এড়িয়ে চলেন এমনকি অপরিচিত যদি বাসায় আসেন তাকে যেন এড়িয়ে থাকেন। বাইরে থেকে কেউ এসেছেন এমন কেউ হলে তাদের থেকে দূরত্ব বজায় রাখেন। করোনার বিস্তাররোধে এরই মধ্যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। কড়াকড়ি আরোপ করা হয়েছে সভা-সমাবেশ ও গণজমায়েতের ওপর। চারটি দেশ ও অঞ্চল ছাড়া সব দেশ থেকেই যাত্রী আসা বন্ধ করে দেয়া হয়েছে।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা