অনলাইন ডেস্ক
উন্নয়ন আর অর্জনের বিরুদ্ধে দেশে যড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শুক্রবার (১৮ নভেম্বর) বিকেলে ধানমন্ডিতে দলের ২২তম কাউন্সিল উপলক্ষে দফতর-উপ কমিটির সভায় তিনি এই মন্তব্য করেন। এসময়, কাঁচপুর সেতুর পূর্বপ্রান্তে শেখ হাসিনার নাম সম্বলিত উদ্বোধনী ফলক ভাঙচুর প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এ ঘটনায় মামলা করা হবে। যারাই জড়িত থাক বেরিয়ে আসবে।
তিনি জানান, আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল হবে ঐতিহাসিক। এতে নেতৃত্বের জাগরণ হবে, তারাই ২০২৪ সালের জাতীয় নির্বাচনের মাধ্যমে দলকে জয়ের বন্দরে নিয়ে যাবে।
আরোও পড়তে পারেন : তিস্তার পানি বিপৎসীমার উপরে, বন্যার আশঙ্কায় নদীপাড়ের মানুষ