অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের ওষুধ কোম্পানি ফাইজারের উৎপাদিত করোনাভাইরাসের টিকা আসছে। ২ জুন ফাইজার থেকে ১ লাখ ৬ হাজার ডোজ ভ্যাকসিন আসবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
মঙ্গলবার (১৮ মে) রাতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাঈদুল ইসলাম প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন।
মাঈদুল ইসলাম জানান, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন জুনের ২ তারিখে গ্যাভির কোভ্যাক্স ফ্যাসিলিটি কর্তৃপক্ষ ফাইজারের অন্তত ১ লাখ ৬ হাজার কভিড ভ্যাক্সিন বাংলাদেশে পাঠাবে। আজই বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলেও তিনি জানান।
প্রসঙ্গত, প্রাণঘাতী ও সংক্রামক ব্যাধি থেকে দরিদ্র দেশগুলোর শিশুদের জীবনরক্ষায় টিকা প্রদানে ভূমিকা রাখা গ্যাভি বিশ্বের নিম্ন ও মধ্যম আয়ের ৯২টি দেশকে করোনাভাইরাসের টিকা সরবরাহের উদ্যোগ নিয়েছে। দরিদ্র দেশগুলোর টিকাপ্রাপ্তি নিশ্চিত করতে গঠন করা হয়েছে আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ‘কোভ্যাক্স’।ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ টিকা চলতি মাসের শেষের দিকেই দেশে পৌঁছাতে পারে বলে গত ৮ মে স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছিল।
সেদিন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেছিলেন, ‘সেই টিকা দিয়েই আমার প্রথম ডোজ শুরু করব। এই টিকা থেকে অর্ধেক টিকা দ্বিতীয় ডোজ দেয়ার জন্য রেখে দেয়া হবে।’
এরপর বাংলাদেশ বিভিন্ন দেশের সঙ্গে টিকা নিয়ে আলোচনা করে আসছে। এর পরিপ্রেক্ষিতে চীন থেকে সিনোফার্মের তৈরি ৫ লাখ করোনা টিকা দেশে এসেছে।