দেশে গত ২৪ ঘণ্টায় আরও দুজন করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়েছেন। তবে এই সময়ের মধ্যে করোনা আক্রান্ত কেউ মারা যাননি।
এ নিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৫৬ জনে দাঁড়িয়েছে। মৃতের সংখ্যা ছয়জনই রয়েছে।
বৃহস্পতিবার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) নিয়মিত ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমইএস) হাবিবুর রহমান এ কথা জানান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনা সন্দেহে ১৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে দুজন আক্রান্ত শনাক্ত হয়েছেন। আক্রান্তদের দুজনই পুরুষ। তাদের একজন সত্তরোর্ধ্ব। তারা কীভাবে করোনা আক্রান্ত হলেন তা খতিয়ে দেখা হচ্ছে।
হাবিবুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনকে আইসোলেশন রাখা হয়েছে। মোট ৩৭৩ জনকে আইসোলেশনে রাখা হয়েছিল। বর্তমানে ৭৮ জন আইসোলেশনে আছেন।
তিনি আরও জানান, বর্তমানে ঢাকায় ছয়টি জায়গায় আর ঢাকার বাইরে চারটি জায়গায় পিসিআর পরীক্ষা চলছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ও (বিএসএমএমইউ) করোনার নমুনা পরীক্ষার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা