অনলাইন ডেস্ক
দুবাইয়ের বাজেট এয়ার লাইন্স ফ্লাই দুবাইয়ের নিজস্ব ওয়েবসাইটের ঘোষণায় বলা হয়েছে- আমিরাতের ভিসাধারী যারা ছয় মাসের অধিক সময় যাবৎ আমিরাতের বাইরে আটকা পড়ে রয়েছেন, তারা ৩১ মার্চ ২০২১ এর মধ্যে আমিরাতে ফিরে আসতে পারবেন।
এদিকে আমিরাতের প্রভাবশালী দৈনিক খালিক টাইমস ও অন্যান্য মাধ্যম থেকে জানা যায়, দুবাই হতে ইস্যুকৃত বৈধ ভিসাধারী, যাদের ভিসার মেয়াদ আছে তারা জেনারেল ডিরেক্টরেট অব ফরেইনার্স অ্যাফেয়ার্স (GDRFA) হতে প্রাপ্ত অনুমোদন পূর্বক টিকিট বুকিং করতে পারবেন।
দুবাইয়ের যাত্রীদের অনুমোদনের জন্য ওয়েবসাইট-
https://amer.gdrfad.gov.ae/visa-inquiry Watts WICOS ভিসাধারীদের অনুমোদন গ্রহণের ওয়েবসাইট https://smartservices.ica.gov.ae/echannels/web/client/defa
দুবাই এয়ারপোর্ট দিয়ে আসার জন্য দেশ থেকে আসার আগে PCR টেস্ট করে ৯৬ ঘণ্টার মধ্যে সফর করতে হবে এবং দুবাই অবতরণ করে আবারো একটি PCR টেস্ট করতে হবে। দেশ থেকে আসার সময় যাত্রীদের PCR টেস্টের নেগেটিভ রেজাল্টের একটি প্রিন্টকপি সঙ্গে থাকতে হবে, যেখানে ইংরেজিতে বা আরবিতে টেস্টের রেজাল্ট লেখা থাকবে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা