পানি সম্পদ সচিব কবির বিন আনোয়ার বলেন, আজ থেকে ৬৪ জেলায় শুরু হওয়া প্রায় ৪৪ হাজার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে ফল আদায় না হওয়া পর্যন্ত আমরা থামবোনা। প্রয়োজনে আমরা আইনী প্রক্রিয়ার জন্যও প্রস্তুত রয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডেল্টা প্ল্যানের সহায়ক একটি পদক্ষেপ হচ্ছে এই উচ্ছেদ অভিযান। সোমবার (২৩ ডিসেম্বর) ঢাকা জেলা পানি সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটি আয়োজিত ঢাকা মোহাম্মদপুরের ৩.১০ কিঃমিঃ দৈর্ঘ্য বিশিষ্ট রামচন্দ্রপুর খালের প্রায় ৭০ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিদর্শনকালে পানি সচিব একথা বলেন।
অভিযান চলাকালে ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবুল ফাতেহ মোহাম্মদ শফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ রবিউল আলম, ঢাকা জেলার তত্তাবধায়ক প্রকৌশলী মোঃ আব্দুল মতিন সরকার, ঢাকা -২ এর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আইনুন হক প্রমুখ উপস্থিত ছিলেন।
পানি সচিব আরো বলেন, পানি আইন-২০১৩ দ্বারা গঠিত জেলা পানি সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটি যেখানে জেলা প্রশাসক সভাপতি দীর্ঘ ১ বছরব্যাপী কাজ করে এ তালিকা তৈরী করেছে। সারাদেশের জেলা প্রশাসনের সহযোগিতায় উচ্ছেদ অভিযানের যোগাযোগের স্বার্থে মন্ত্রণালয়ে কন্ট্রোল রুম খোলা হয়েছে। উচ্ছেদ জায়গায় পুণরায় দখল প্রতিহত করতে স্থানীয়দের জন্য বৃক্ষরোপণ, ওয়াকওয়েসহ মনোরম পরিবেশের ব্যবস্থা করা হবে।তবে আমাদের এই দীর্ঘকর্মযজ্ঞে দৃশ্যমান ফল দেখতে সবাইকে ধৈর্য রাখতে হবে।
এর আগে পানি সচিব মন্ত্রিপরিষদ বিভাগ, জননিরাপত্তা বিভাগ এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিনিধিদের নিয়ে সারাদেশের জেলা প্রশাসকদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অভিযানের নির্দেশনা প্রদান করেন।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা