অনলাইন ডেস্ক
শনিবার সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গার উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। প্রতিদিনই হ্রাস পাচ্ছে তাপমাত্রা। বেশ কয়েক দিন ধরে শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে জেলায়। শনিবার সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপামাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৯.৩ ডিগ্রি সেলসিয়াস। মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। গতকাল শুক্রবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ৯৫ জন শিশুসহ সব বয়সের রোগি ভর্তি রয়েছে। শিশু ওয়ার্ডে ভর্তি রয়েছে ৪৫ জন রোগি। শিশুরাই বেশি ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে।
শীতের কারণে ছিন্নমুল ও নি¤œ আয়ের মানুষ গুলো চারম ভোগান্তির শিকার হচ্ছেন। জীবিকার জন্য প্রতিদিন কাজে বের হতে হচ্ছে তাদের। মৃদু শৈত্য প্রবাহের কারণে জনজীবনে তীব্র শীত অনুভূত হচ্ছে। মানুষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেনা। সন্ধার পর থেকে সকাল পর্যন্ত হিমেল বাতাস বয়ে যাওয়ার কারণে ঠান্ডা অনুভূত হচ্ছে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল হাসান বলেন, চুয়াডাঙ্গায় মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। মৃদু শৈত্য প্রবাহ আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে। এ কারণে শীত অনুভূত হচ্ছে। তাপমাত্রা হ্রাস পাচ্ছে প্রতিদিন। হিমেল বাতাস থাকায় শীত বেশি অনুভূত হচ্ছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু কনসালটেন্ট ডা. মাহবুবুর রহমান বলেন, শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় শিশুরা ডায়রিয়া, নিউমোনিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। বহির বিভাগে প্রতিদিন ভর্তি শিশু রোগি আসছে ২শ। আর শিশু ওয়ার্ডে ৫০-৬০ জন ভর্তি থাকছে। ডায়রিয়া ওয়ার্ডে ৬০-৭০ জন শিশু ভর্তি থাকে। শিশুরা ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হলে দ্রুত হাসপাতালে নিতে হবে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা