সিনিয়র স্টাফ রিপাের্টার : বাংলাদেশে শিল্পায়নের নেপথ্য কারিগর ড. মোহাম্মদ ইদ্রিস আলী আর নেই। বাংলাদেশ ও স্বাধীনতাপূর্ব পূর্ব বাংলায় শিল্পকারখানা স্থাপন ও উন্নয়নের নেপথ্য নায়ক ড. মোহাম্মদ ইদ্রিস আলী আর নেই। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৭টায় তিনি ধানমন্ডির একটি বেসরকারী হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।
১৯২৯ সালের ২৯ মে তিনি সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার গোপালগঞ্জ গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম এ এম মহিউদ্দিন ও মাতার নাম গোলাপজান। ড. ইদ্রিস ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন শেষে জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয় থেকে কেমিকৌশলে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
ষাটের দশকে তিনি নিজস্ব শিল্প পরামর্শক প্রতিষ্ঠান ‘কেমিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্ট’ প্রতিষ্ঠার মাধ্যমে দেশে কল-কারখানা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর নেতৃত্বে দেশী-বিদেশী প্রযুক্তিবিদ সমন্বয়ে গঠিত পরামর্শক দলের কর্মপরিকল্পনায় ইপিআইডিসি-র মাধ্যমে এ দেশে সার, সিমেন্ট, কাগজ, চিনি, ইস্পাত ও ভারী শিল্প কল-কারখানা স্থাপিত হয়।
স্বাধীনতা পরবর্তী সময়ে দেশে সরকারী ও বেসরকারী শিল্প স্থাপন ও সম্প্রসারণেও তাঁর বিশেষ অবদান রয়েছে। তিনি একজন নিবেদিতপ্রাণ সমাজসেবক ছিলেন। তিনি নিজে উদ্যোগে হয়ে বেশ কিছু সমাজসেবামূলক প্রতিষ্ঠান গড়ে তোলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, ভাই, বোন, অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি দৈনিক গণকণ্ঠের সাবেক সহকারী সম্পাদক কবি কুয়াত ইল ইসলামের বড় ভাই।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন শোকঃ জাসদ সভাপতি ও সংসদ সদস্য হাসানুল হক ইনু এবং সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য শিরীন আখতার। তারা এক বিবৃতিতে বাংলাদেশে শিল্পায়নের নেপথ্য কারিগর ড. মোহাম্মদ ইদ্রিস আলী’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তারা বলেন, ডা. মোহম্মদ ইদ্রিস আলীর মৃত্যুতে দেশ একজন র্কীতিমান মানুষকে হারালো।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা