অনলাইন ডেস্ক
বুধবার ঠাকুরগাও ও রংপুরে আলাদা কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব বলেন। এসময় জনগনকে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে সকলের প্রতি আহ্বানও জানান বিএনপি মহাসচিব।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের পরিবারের সাথে দেখা করতে বুধবার তার গ্রামের বাড়িতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে আবু সাঈদের পরিবারের খোঁজ খবর নেবার পাশাপাশি তাঁর কবর জিয়ারত করেন বিএনপি মহাসচিব।
পরে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, গণতন্ত্র পূর্ণতা পেলেই আবু সাঈদের আত্মত্যাগ পূর্ণতা পাবে।
পরে রংপুরের জাফরপাড়া মাদ্রাসা মাঠে সম্প্রীতি সমাবেশে যোগ দেন বিএনপি মহাসচিব। প্রধান অতিথির বক্তব্যে তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে আবারও ষড়যন্ত্র শুরু করেছে। সকলকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
এরআগে সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন মির্জা ফখরুল। তিনি বলেন, সাম্প্রদায়িক নাটক সাজিয়ে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন করছে আওয়ামীলীগ।
সাম্প্রতিক সহিংসতাকারীদের বিষয়ে কঠোর অবস্থানের কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এসব হামলা ও নাশকতার পেছনে বিএনপির কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধেও দলীয় ব্যবস্থা নেয়া হবে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা