দেশের উৎপাদিত সবজি সঠিকভাবে সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের জন্য বিভিন্ন স্থানে সবজি সংরক্ষণাগার স্থাপনের পরিকল্পনা সরকারের রয়েছে। খবর : বাসস এর।
বৃহস্পতিবার ( ১৬ জানুয়ারি) সংসদে বিরোধী দলের সদস্য সৈয়দ আবু হোসেনের এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এ কথা জানান।
তিনি বলেন, কৃষকের উৎপাদিত পণ্য সুষ্ঠুভাবে বাজারজাতকরণ, সংরক্ষণ ও পরিবহনের জন্য বিভিন্ন প্রকল্পের আওতায় ১১টি বিশেষায়িত হিমাগার স্থাপন এবং ৭টি রিফার ভ্যান ও ১টি ট্রাকের মাধ্যমে বিপণন সুবিধা প্রদান করে হচ্ছে।
মন্ত্রী বলেন, ঢাকার মানিক মিয়া এভিনিউস্থ সেচ ভবনে নিরাপদ ফসলের ন্যায্যমূল্য প্রাপ্তির লক্ষ্যে কৃষকের বাজার স্থাপন করা হয়েছে। যা সপ্তাহে ২ দিন শুক্রবার ও শনিবার পরিচালিত হচ্ছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে ৩০টি কৃষকের বাজার স্থাপিত হচ্ছে।
তিনি জানান, ২০১৮-১৯ অর্থবছরে সাড়ে ৭ হাজার ৬৯৩ কোটি টাকা আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। এ সময় ৪৮ লাখ ৬২ হাজার মেট্রিক টন সার সুলভ মূল্যে সরবরাহ করা হয়েছে। ফলশ্রুতিতে কৃষকের উৎপাদন খরচ উল্লেখযোগ্য পরিমান হ্রাস পায়।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা