দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী রোববারদেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। একই দিনে ঢাকা মহানগরে সব থানায় বেলা ২টায় এই কর্মসূচি পালন করবে দলটি।
বৃহস্পতিবার সন্ধ্যায় দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৈঠকে আরো উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান ছাড়াও বিএনপির সিনিয়র আইনজীবী জয়নাল আবেদীন।
মির্জা ফখরুল জানান, চেয়ারপারসনের মুক্তি আন্দোলনের অংশ হিসেবে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করা হবে।
দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী খালেদা জিয়ার জামিন আবেদন খারিজের ঘটনায় সারাদেশের মানুষ হতাশ এবং ক্ষুব্ধ। দেশের সর্বোচ্চ বিচার ব্যবস্থার ওপর মানুষের বিশ্বাস উঠে গেছে।
তিনি বলেন, আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর বিজয় দিবস। ঐতিহাসিক দিন দুটিকে আমরা আরো বেশি করে স্মরণ করতে চাই, যাতে আমরা গণতন্ত্রকে ফিরিয়ে আনতে পারি।
Like & Share our Facebook Page: Facebook
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা