অনলাইন ডেস্ক
সারাদেশে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় কিছু জেলার হাসপাতালগুলোতে শয্যা সংকট দেখা দিয়েছে।
বরিশালে বেড়ে চলেছে ডেঙ্গুর ভয়াবহতা। শনিবার একদিনেই বরিশাল হাসপাতালে ৩৩৯ জন রোগী ভর্তি রয়েছে। এরমধ্যে মারা গেছে তিন জন। হাসপাতালে আসন সংখ্যার বিপরীতে কয়েক গুণ বেশি রোগী ভর্তি রয়েছে।
এদিকে নোয়াখালীতে গত মাস থেকে এ পর্যন্ত প্রায় সাড়ে তিনশ রোগী ডেঙ্গু সনাক্ত হয়।
দিনাজপুর জেলায় চলতি মৌসুমে মোট ১৬৫ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে। জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে ৩৪ জন। ডেঙ্গু পরিস্থিতি অবনতি হলেও দিনাজপুর পৌরসভা কর্তৃপক্ষ মশা মারতে এখনও কোন উদ্যোগ নেয়নি বলে অভিযোগ করছে স্থানীয়রা।
জেলার চিকিৎসকরা জানালেন, মানুষকে সচেতন হতে হবে। তার পাশাপাশি মশা নিধনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
দিনাজপুর পৌরসভার কর্তৃপক্ষ জানালেন, ডেঙ্গু সচেতনতায় মাইকিং, লিফলেট বিতরনসহ ময়লা আবর্জনা নিয়মিত অপসারন করা হচ্ছে। পাশাপাশি মশা নিধনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে পৌরসভা।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা