অনলাইন ডেস্ক
রবিবার সকাল সাড়ে দশটায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা।
মতবিনিময় সভাকালে দুর্নীতি দমন কমিশনের কমিশনার (অনুসন্ধান) মোছা: আছিয়া খাতুন বলেন, ‘আমাদের পরবর্তি প্রজন্মকে তৈরি করার জন্য সচেষ্ট থাকতে হবে। দুর্নীতি প্রতিরোধের কার্যক্রম বাড়াতে হবে। নতুন কর্মকর্তা যারা যোগদান করবেন, সব কাজকে জানার চেষ্টা করবেন। কারো বিরুদ্ধে অভিযোগ দেয়ার আগে তার সহযোগীতা করবেন। নারী শিক্ষার হার বাড়লেও কাজের সাথে খুব বেশি নারী নেই।
তিনি বলেন, সব দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সেবা দেওয়ার প্রতি সচেতন হতে হবে। বিদ্যালয়ে সততা স্টোরের কথা উঠে এসেছে। এটা খুবই দারুণ। ছোট থেকেই বাচ্চাদের মধ্যে সততা শেখাতে হবে। সততা আনতে হবে।
তিনি আরও বলেন, চুৃয়াডাঙ্গায় আমার জন্মস্থান। দুদকে জয়েন করার পর সব জেলাতেই আমি যাবো। চুয়াডাঙ্গা দিয়ে শুরু করলাম। সভায় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, খুলনা বিভাগীয় দুর্নীতি প্রতিরোধ অফিসের পরিচালক মঞ্জুরুল মোর্শেদ, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী অফিসার মিজানুর রহমান, এনএসআই এর উপ পরিচালক ইয়াসিন শাহিন, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আওলিয়ার রহমান।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, জেলা দুর্নীতি কমিটির সভাপতি প্রফেসর সিদ্দিকুর রহমান, মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ স¤পাদক রাজিব হাসান কচি, সাংবাদিক শাহ আলম সনি, জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তবিবুর রহমান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত, উন্নয়নকর্মী জাহিদুল ইসলাম প্রমুখ। সভায় বক্তারা দুর্নীতি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির প্রতি গুরুত্বারোপ করেন।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা