অতিরিক্ত বায়ু দূষণের কারণে স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা নিয়েই দিল্লিতে স্বাগতিক ভারত ও সফরকারী বাংলাদেশের ক্রিকেটারদের মাঠে নামতে হয়।
এদিন ম্যাচ শেষে ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি টুইট করেছেন। সেখানে তিনি লেখেন, ‘ধন্যবাদ দুই দলকে এমন কঠিন কন্ডিশনে এই ম্যাচটি খেলার জন্য। অভিনন্দন বাংলাদেশ।’
টি-টুয়েন্টির ইতিহাসে ঐতিহাসিক ১০০০তম ম্যাচটিতে জিততে হলে বাংলাদেশের প্রয়োজন ছিল ২০ ওভারে ১৪৯ রান। মুশফিকের অসাধারণ ব্যাটিংয়ে ১৯ দশমিক ৩ ওভারে অর্থাৎ তিন বল বাকি থাকতেই ৭ উইকেটে ভারতকে পরাজিত করে বাংলাদেশ। এ জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে মাহমুদুল্লাহ রিয়াদের দল।
এর আগে, দিল্লির অসহনীয় বায়ু দূষণের কারণে পরিবেশবাদিদের চিঠি পেয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তারা জানায়, দিল্লিতে বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি ম্যাচটি যেন আয়োজন না করা হয়।
বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি ম্যাচটি দিল্লিতে না করে অন্য কোনো শহরে আয়োজন করা যেত কী না-এমন প্রশ্নেরও জবাব দিতে হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলিকে।
তবে, সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ম্যাচটি শেষ হয়েছে।এমন প্রতিকূল পরিবেশে মাঠে নামার জন্য দুই দলকেই ধন্যবাদ দিয়েছেন গাঙ্গুলী। ম্যাচশেষে টুইটারে লিখেন -এমন কঠিন অবস্থায় এ ম্যাচটি খেলার জন্য উভয় দলকে ধন্যবাদ। আর নিজ দেশ ভারতের সাথে প্রথম টি-২০ জয়ে সৌরভ বলেন – অভিনন্দন বাংলাদেশ।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা