দুই দিনের সফরে ভারতের মাটিতে পা রাখলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সঙ্গে আছেন ফার্স্ট লেডি মেলানিয়া, মেয়ে ইভাঙ্কা ও জামাতা জেরাড কুশনার। এছাড়াও তার সঙ্গে রয়েছেন ১০০ জনের একটি প্রতিনিধি দল।
বাংলাদেশ সময় দুপুর ১২টা ৭টা মিনিটে গুজরাটের সর্দার বল্লভভাই পাটেল বিমানবন্দরে অবতরণ করেন ট্রাম্পকে বহনকারী হাইটেক বিমান এয়ারফোর্স ওয়ান।
বিমানবন্দদের অবতরণের পর মার্কিন প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডিকে অভ্যর্থনা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিমানবন্দর থেকে সজ্জিত মোতেরা স্টেডিয়াম পর্যন্ত ২২ কিলোমিটার রাস্তাজুড়ে রয়েছে রোড শো।
যাত্রাপথেই মহাত্মা গান্ধীর সবরমতী আশ্রমে যাবেন ট্রাম্প। এরপর সেখান থেকে মোতেরা স্টেডিয়ামে গিয়ে ‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠান অংশ নেবেন তিনি।
সফরের সময় আইটিসি মৌর্য হোটেলে থাকবেন ডোনাল্ড ট্রাম্প। এই বিলাসবহুল হোটেলের সবচেয়ে সেরা ঘর চাণক্য স্যুইটে রাত্রিযাপন করবেন ট্রাম্প।
সফরকালে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধন করবেন ট্রাম্প ও মোদি। এছাড়া আগ্রায় তাজমহল দর্শনে যাবেন ট্রাম্প-মেলানিয়া।
ডোনাল্ড ট্রাম্প হলেন ভারত সফরে আসা অষ্টম মার্কিন প্রেসিডেন্ট। এনডিটিভি।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা