অনলাইন ডেস্ক
তারা হলেন- এনআরবি ব্যাংকের পরিচালক নাফিহ রশিদ খান, নাভিদ রশিদ খান, তাদের বাবা ব্যাংকটির শেয়ার হোল্ডার আমিনুর রশিদ খান ও পরিচালক ইদ্রিস ফরায়জী।
এর আগে দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক সিরাজুল হকের সই করা এক তলবি নোটিশে সোমবার (১ ফেব্রুয়ারি) তিন পরিচালক ও এক শেয়ার হোল্ডারকে দুদকে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়েছিল।
দুদক সূত্র জানায়, এ চারজন সময় চেয়ে আবেদন করেছে, দুদক তা গ্রহণ করেছে। পরবর্তী তারিখ ঠিক হয়নি, তবে নির্ধারিত সময়ে হাজির না হলে তাদের আবার তলব করা হবে এবং প্রযোজনীয় ব্যবস্থা নেয়া হবে।
দুদকের পাঠানো তলবি নোটিশে বলা হয়, চারজনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম দুর্নীতিসহ অবৈধ উপায়ে অর্জিত অর্থ দিয়ে বিভিন্ন ব্যাংকের বিপুল অংকের শেয়ার কেনাসহ মানিলন্ডারিংয়ের মাধ্যমে বিদেশে অর্থপাচারের অভিযোগসহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
এর আগে তাদের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছের অভিযুক্তদের ব্যাপারে তথ্য চিঠি দিয়েছে কমিশন।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা