নোয়াখালী থেকে দু্জন ডাকাতকে আটক করেছে কোস্ট গার্ড।কোস্ট গার্ড সূত্র এতথ্য জানান। সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৯ ডিসেম্বর রাত সাড়ে আটটায় নোয়াখালী জেলার হাতিয়া থানাধীন রামচরন বাজার এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধীনস্থ বিসিজি স্টেশান হাতিয়া কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযান পরিচালনা কালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে কুখ্যাত ডাকাত নাজিম মোল্লা বাহিনীর অন্যান্য সদস্যরা পালাতে সক্ষম হলেও নাজিম মোল্লা বাহিনীর প্রধান কুখ্যাত ডাকাত নাজিম মোল্লা (৪৬) এবং ০১ জন সক্রিয় ডাকাত সদস্য মো: সেলিম (৪৪) কে আটক করা হয়।
পরবর্তীতে তাদের আস্তানায় তল্লাশী চালিয়ে তাদের ব্যবহৃত অবৈধ ০১ টি একনলা বন্দুক, ০১ টি পাইরোটেকনিক ও ০১ টি দেশীয় ধারালো ছুরি উদ্ধার করা হয়। জব্দকৃত অস্ত্র, পাইরোটেকনিক ও ছুরি এবং ডাকাতদ্বয়কে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনীর এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জননিরাপত্তার পাশাপাশি জলদস্যুতা, বনদস্যুতা ও ডাকাতি দমনে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা