অনলাইন ডেস্ক
দু’টি ম্যাচই শুরু হবে রাত ১২টা ৪৫ মিনিটে। ইউরোপের ফুটবলে এখন বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলোর দামামা। যে কারণে ১০ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে সব ঘরোয়া লিগ।
আর শুরুতেই সেই দামামা মহা রূপ নিয়েছে প্রথমদিনই বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স মাঠে নামায়। তাও আবার ঘরের মাঠ ত্রাসবুর্গে। ইউক্রেনের সাথে ড্র দিয়ে শুরু করা ফরাসিরা কাজাখস্তান ও এই বসনিয়াকে হারিয়ে ৭ পয়েন্ট নিয়ে আপাতত গ্রুপ শীর্ষে। তবে স্বস্তিতে নেই কোচ হুগো লরিস। কারণ ইউরোর শেষ ষোলো’র ম্যাচে সুইজারল্যান্ডের কাছে টাইব্রেকারে হারার পর আজ প্রথম মাঠে নামছে ফ্রান্স। সাথে দলের সবচে বড় তারকা কিলিয়ান এমবাপ্পের দলবদল ইস্যু’র ধাক্কা তো আছেই। তবে কোচ বলছেন এতে ফোকাস হারাবে না দল।
ফ্রান্সের কোচ হুগো লরিস বলেন, আমাদের প্রধান লক্ষ্য কাতার বিশ্বকাপে কোয়ালিফাই করা। তিনটি খেলা বাকি আছে, প্রত্যেকটিই মহা গুরুত্বপূর্ণ। আমরা দর্শকদের সামনে খেলবো, এটা বড় অনুপ্রেরণা। অন্য কিছুতে লক্ষ্য হারাতে চাই না।
ফ্রান্স যেরকম জয়ের লক্ষ্যে মাঠে নামবে, পর্তুগালও তাই। কারণ ৩ ম্যাচ শেষে রোনালদোর দলের পয়েন্ট সার্বিয়ার সমান ৭ করে। আর তাই শীর্ষস্থান আর চূড়ান্তপর্বের লক্ষ্যে এগিয়ে থাকতে নিজেদের মাঠে জয় চান কোচ- ফার্নান্দো সান্তোস। রোনালদোর দলবদল ইস্যু মাথা থেকে ঝেড়ে ফেলতে চান।
পর্তুগালের কোচ ফার্নান্দো সান্তোস বলেন, আমি শুধু ভাবছি জাতীয় দল নিয়ে। রোনালদো আর ব্রুনো ফার্নান্দেস ম্যান ইউনাইটেডে কী করবে, সেটি আমার জানার বা বোঝার বিষয় না। আমি চাই ওরা যখন জাতীয় দলে খেলবে, শতভাগ দিয়ে খেলবে। ওরাও আগামী তিন খেলার জন্য মনোনিবেশ করেছে।
ম্যান ইউনাইটেডে ফেরার পর প্রথমবার দেশের হয়ে মাঠে নামার অপেক্ষায় ক্রিশ্চিয়ানো রোনালদো। জয় চান তিনি। তবে জানেন প্রবল প্রতিপক্ষ এই আয়ারল্যান্ড। কারণ শেষ চার লড়াইয়ে আয়ারল্যান্ডকে যে মাত্র একবার হারাতে পেরেছে পর্তুগাল।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা