অনলাইন ডেস্ক
শনিবার (২২ জানুয়ারি) দুপুরে অ্যাড. মতিয়র রহমান তালুকদার কলেজ মাঠে মুক্তিযুদ্ধকালীন সাবেক কোম্পানি কমান্ডার ও জামালপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান তালুকদারের (নান্নু) জানাজায় অংশ নেন ডা. মুরাদ।
সম্পর্কে আমিনুর রহমান তালুকদার মুরাদ হাসানের চাচা।
এর আগে শুক্রবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে সরিষাবাড়ি পৌরসভার বীর ধানাটা এলাকায় নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মারা যান আমিনুর রহমান। তার বয়স হয়েছিল ৭৫ বছর।
শনিবার বেলা ১২টায় সরিষাবাড়ি কলেজ মাঠে প্রথম নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। পরে দুপুর ২টায় দৌলতপুর কলেজ মাঠে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার শেষে নামাজে জানাজার পর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
গার্ড অফ অনার শেষে মরহুমের কফিনে ফুল দেন মুরাদ হাসান, হাইকোর্টের বিচারপতি মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা