অনলাইন ডেস্ক
আজ শনিবার টুইটার বার্তায় এ তথ্য জানিয়েছে আইসিসিআর। চলতি বছরের মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফর করেন। ওই সফরের সিদ্ধান্তের আলোকে দিল্লি বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা পাচ্ছে বঙ্গবন্ধু চেয়ার। ভারতের ‘প্রতিবেশী প্রথম’ ও ‘পূর্বমুখীর নীতি’ প্রতিফলন ঘটাতে এ উদ্যোগ হাতে নেওয়া হয়েছে।
আইসিসিআর জানিয়েছে, বঙ্গবন্ধু চেয়ারের মূল বিবেচ্য হবে বাংলাদেশের উন্নয়ন সম্পর্কে ভালোভাবে জানা ও বোঝা। পদটি অলংকৃত করবেন একজন বিদেশি অতিথি অধ্যাপক। তিনি বাংলাদেশের বিষয়ে বিশেষজ্ঞ হবেন। এ ক্ষেত্রে বাংলাদেশি বংশোদ্ভূত যে কাউকে অগ্রাধিকার দেওয়া হবে। বিজ্ঞাপন
বঙ্গবন্ধু চেয়ারের মাধ্যমে ভারত-বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য ও নৃবিজ্ঞান, বৌদ্ধ শিক্ষা, ভূগোল, ইতিহাস, আধুনিক ভারতীয় ভাষা, সংগীত, চারুকলা, রাষ্ট্রবিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক, সমাজবিজ্ঞানের মতো বিষয়গুলোর প্রতি গুরুত্ব দেওয়া হবে বলেও জানিয়েছে আইসিসিআর।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের স্থিতিশীল অর্থনৈতিক উন্নয়ন এবং আর্থসামাজিক অবস্থার দ্রুত পরিবর্তনের কারণে ভারতীয় একাডেমিয়া ও কন্ট্রিবিউটর থেকে নীতি নির্ধারকদের আন্তর্জাতিক ভাবে বাংলাদেশ অধ্যয়নের বিষয়ে মনোযোগী হওয়ার সময় হয়েছে। এই চেয়ার সেই লক্ষ্য অর্জনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
১২ জুলাই আইসিসিআরের মহাপরিচালক দিনেশ কে পাটনায়েক এবং দিল্লি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক পিসি জোসি নিহ নিজ প্রতিষ্ঠানের পক্ষে বঙ্গবন্ধু চেয়ার স্থাপনের বিষয়ে সমঝোতা সই করবেন। আগামী ৫ বছরের জন্য এই সমঝোতা জারি থাকবে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা