অনলাইন ডেস্ক
দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সফুরার মুক্তির বিষয়ে পুলিশ মানবিক কারণে বিরোধিতা না করায় তাকে জামিন দেওয়া হয়।
সফুরা এই মুহূর্তে চার মাসের অন্তঃসত্ত্বা। তিনি পলিসিস্টিক ওভারিয়ান ডিসঅর্ডারে ভুগছেন। তাই মানবিকতার কারণে জামিনের আবেদন করা হয়।
এর আগে তিন তিনবার তার জামিন আবেদন করা হয়। কিন্তু আদালত তা খারিজ করে দেয়। শেষপর্যন্ত চতুর্থবার জামিনের আবেদন মঞ্জুর করে আদালত।
বিচার রাজীব শাকধের নির্দেশ দিয়েছেন, যে কাজের জন্য তদন্ত করা হচ্ছে, সেরকম কাজে যেন যুক্ত না হন অন্তঃসত্ত্বা সফুরা। পাশাপাশি তদন্তে প্রভাব খাটানো, বাধা প্রদান এবং হস্তক্ষেপ করা থেকে বিরত থাকারও নির্দেশ দিয়েছেন বিচারপতি। একইসঙ্গে তদন্তকারী অফিসারের সঙ্গে তাকে ফোনে যোগাযোগ রাখতে বলা হয়েছে।
ভারতে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) বিরোধী আন্দোলনের অন্যতম মুখ সফুরা। ১০ এপ্রিল জামিয়া মিলিয়ার এই ছাত্রীকে গ্রেফতার করে দিল্লি পুলিশ।
তার বিরুদ্ধে অভিযোগ ছিলো, তিনি দিল্লিতে সাম্প্রদায়িক সহিংসতায় উসকানি দিচ্ছেন।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা