মাত্রাতিরিক্ত বায়ু দূষণের কারণে স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা নিয়েই দিল্লিতে সফরকারী বাংলাদেশ আর স্বাগতিক ভারতের ক্রিকেটারদের মাঠে নামতে হবে। এরই মধ্যে মাঠে নেমেছে মুশফিক-মুস্তাফিজ-লিটন দাসরা।
তিন ম্যাচের টি২০ এবং দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বর্তমানে ভারতে রয়েছে বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়রা।
দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে বৃহস্পতিবার অনুশীলন করেছেন তারা। দুই বছর আগে দিল্লিতে খেলতে নেমে ‘মাস্ক’ পরতে হয়েছিল শ্রীলঙ্কান দলকে।
দিল্লির অসহনীয় বায়ু দূষণের মধ্যেই এবার খেলতে নামতে হচ্ছে বাংলাদেশ এবং ভারতকে। এরই মধ্যে পরিবেশবাদিদের চিঠি পেয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
তারা জানিয়েছেন আগামী ৩ নভেম্বর দিল্লিতে বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি ম্যাচটি যেন আয়োজন না করা হয়। এমন অবস্থায় বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
বায়ু দূষণের মধ্যে নিজেদের অনুশীলনে সফরকারী বাংলাদেশের ব্যাটসম্যান লিটন দাস মাস্ক মুখে নেমেছিলেন। ভারতীয় গণমাধ্যমগুলো লিটনের ছবি ছাপিয়ে ফলাও করে নিউজও করেছে।
তবে, মুশফিক-মুস্তাফিজদের মুখে মাস্ক ছিল না। এই ম্যাচ দিয়েই ভারত সফর শুরু করবে বাংলাদেশ। আর এই ম্যাচের আগে দিল্লির বায়ু দূষণ তৈরি করছে শঙ্কা।
এর কারণ সম্পর্কে জানতে চাওয়া হলে মিডিয়া ম্যানেজার রাবিদ বলেন, ‘লিটনের শুরুতে একটু সমস্যা হচ্ছিল, তাই তিনি মাস্ক পড়ে ক্যাচিং প্র্যাকটিস করেছেন। তবে বিষয়টা তত জটিল নয়।’
বিসিবি মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম আরো বলেন, ‘নাহ, প্র্যাকটিস নিয়ে অসুবিধা হয়নি। লিটন দাস ছাড়া আর কারো তেমন কোন অসুবিধা দেখা যায়নি। কেউ অস্বস্তিও বোধ করেননি। তবে দিল্লির আকাশ খানিক ঘোলা। আর বাতাসও স্বাভাবিকের চেয়ে একটু ভারি।’
বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি ম্যাচটি দিল্লিতে না করে অন্য কোনো শহরে আয়োজন করা যেত কী না-এমন প্রশ্নেরও জবাব দিতে হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলিকে।
গাঙ্গুলি জানিয়েছেন, সূচিতে আগে থেকেই এই ম্যাচটির আয়োজক হিসেবে দিল্লির নামটি ছিল। সবকিছুই পরিকল্পনামাফিক হয়ে থাকে। দিল্লিতেই তাই বাংলাদেশ-ভারতকে খেলতে হবে।
এর আগে ভারতের সাবেক ওপেনার গৌতম গম্ভীর গণমাধ্যমকে বলেন, ‘‘বাতাসের মানের উন্নতি না হওয়া পর্যন্ত দিল্লিতে কোনো খেলার আয়োজন করা উচিত হবে না। ভারতের জনগণের চেয়ে খেলা বড় নয়।’’
তবে, ভারতের টপ-অর্ডার ব্যাটসম্যান রোহিত শর্মা বলছেন, “আমরা যখন এখানে শ্রীলংকার বিপক্ষে টেস্ট ম্যাচ খেলেছিলাম তখন কোনো সমস্যা হয়নি। আমি জানি না পরিবেশবিদরা ঠিক কি নিয়ে উদ্বিগ্ন। তবে আমার এখানে কোনো সমস্যা মনে হয়নি”।
আগামী ৩ নভেম্বর প্রথম টি২০ ম্যাচ অনুষ্ঠিত হবে দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে। ৭ এবং ১০ নভেম্বর বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে রাজকোট এবং নাগপুরে। ম্যাচ তিনটি বাংলাদেশ সময় সাড়ে ৬টায় শুরু হবে।
টি২০ সিরিজ শেষে দুদল দুটি টেস্ট সিরিজে মুখোমুখি হবে। আগামী ১৪ নভেম্বর প্রথম এবং ২২ নভেম্বর দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হওয়ার কথা রয়েছে।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা