অনলাইন ডেস্ক
ক্রিকেটে সব দিক থেকেই বাংলাদেশের চাইতে ভারত যে অনেক এগিয়ে তাতে কোন সংশয় নেই। এশিয়ার এই ক্রিকেট পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ খেলায় হারতেই পারে। তবে, মাঠের লড়াইয়ে কোন রকম প্রতিদ্বন্দ্বিতা না গড়েই ভারতের কাছে বার বার হেরে যাওয়া বাংলাদেশ দলের সমর্থকদের মেনে নেয়া কষ্টের। দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় ভারতের কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ, ইনিংসের ৮ ওভার ১ বল হাতে রেখেই।
টি-টোয়েন্টি ফরমেটে এখন পর্যন্ত ১৫টি ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। চলতি সিরিজের দ্বিতীয় খেলাটি হবে দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে। এই মাঠেই পাঁচ বছর আগে ২০১৯ সালে একবারই ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটে জয়ের স্বাদ পায় বাংলাদেশ দল। সিরিজের দ্বিতীয় খেলায় বাংলাদেশ দল চায় সেই সুখকর স্মৃতি নতুন করে ফিরিয়ে আনতে।
এদিকে, তরুণদের নিয়েই বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি দল সাজিয়েছে ভারত। নিজেদের সামর্থের প্রমান করতে কোন সুযোগই হাতছাড়া করতে চায় না স্বাগতিক দলের খেলোয়াড়রা। সাফল্য ধরে রাখার প্রত্যয় নিয়েই মাঠে নামার লক্ষ্য ভারতের।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা