করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সন্দেহে দিল্লিতে তিন জনকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিনজনকে ২৪ ঘণ্টা বিশেষ পর্যবেক্ষণে রেখেছেন ডাক্তাররা।
তিন জনকে দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে পৃথক ওয়ার্ডে রাখা হয়েছে। এই তিন রোগী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে বলে স্বীকার করে নিয়েছেন হাসপাতাল সুপার মিনাক্ষী ভরদ্বাজ।
কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে এক চিনা তরুণীর করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়ে সন্দেহ করা হচ্ছে বলে সোমবারই খবর ছড়িয়ে পড়ে।
এর আগে বিহার, জয়পুর, পটনা, চণ্ডীগড় ও রাজস্থান থেকেও একাধিক এই ধরনের খবর শোনা যায়। তবে এখনও পর্যন্ত নিশ্চিত ভাবে করোনাভাইরাসের সংক্রমণের কথা এ দেশ থেকে জানা যায়নি।
দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সন্দেহে ভর্তি এই তিনজনই পুরুষ। এদের বয়স ২৪ থেকে ৪৮ বছরের মধ্যে।
সোমবার এই তিনজনকে ভর্তি করা হয়। এদের রক্তের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
ভারতীয় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন জানিয়েছেন যে করোনাভাইরাসের কোনও পজিটিভ কেস এখনও পর্যন্ত ভারতে চিহ্নিত হয়নি।
মঙ্গলবার জার্মানিতেও প্রথম করোনাভাইরাস আক্রান্তের খবর পাওয়া গিয়েছে। এখনও পর্যন্ত ১৩টি দেশে ৫০ জনেরও বেশির দেহে কনোরাভাইরাসের সন্ধান পাওয়া গিয়েছে।
শ্রীলঙ্কাতেও প্রথম করোনাভাইরাসে আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে। দীপরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ৪৩ বছরের এক চিনা মহিলা করোনাভাইরাসে আক্রান্ত। হুবেই প্রদেশের বাসিন্দা ওই পর্যটক গত ১৯ জানুয়ারি শ্রীলঙ্কায় এসেছিলেন।
Like & Share our Facebook Page: Facebook
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা