অনলাইন ডেস্ক
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে বিরামপুর রেল স্টেশনের প্রায় এক কিলোমিটার দক্ষিণ দিকে কল্যাণপুর এলাকায় এ ঘটনা ঘটে।
বিরামপুর রেল স্টেশন মাষ্টার আসাদুজ্জামান জানান, মঙ্গলবার (১৯শে ডিসেম্বর) দিবাগত রাত ১০টা ৩৫ মিনিটে বিরামপুর রেল স্টেশন থেকে খুলনাগামী (৭৪৮ ডাউন) আন্ত:নগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যায়। রেল স্টেশনের প্রায় এক কিলোমিটার দক্ষিণ দিকে কল্যাণপুর এলাকায় রেললাইনের উপর আগুন জ্বলতে দেখে চালক ট্রেনটি থামিয়ে দেয়।
এসময় ট্রেনের কর্মীরা দেখেন, রেল লাইনের উপর সিমেন্টর রেল স্লিপার ফেলে ও তার উপর কচুরিপানা দিয়ে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিয়েছে। ডিউটিরত আনসার দল বিরামপুর থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ ও আনসার মিলে আগুন নিভিয়ে ফেলে এবং রেললাইনের উপর থেকে স্লিপার সরিয়ে ফেলে। এতে অল্পের জন্য সীমান্ত এক্সপ্রেস ট্রেন এবং ট্রেনের যাত্রীরা প্রাণে রক্ষা পেয়েছেন। ঘটনার পর প্রায় ৪৫ মিনিট পর সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি তার গন্তব্যে ছেড়ে গেছে এবং ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
এব্যাপারে জিআরপি (রেল পুলিশ) পার্বতীপুর থানার ওসি একেএম নূরুল ইসলাম জানান, রেল লাইনে আগুন দিয়ে নাশকতা ঘটানোর অভিযোগে ৮ জনকে আসামি করে পার্বতীপুর জিআরপি থানায় মামলা করা হয়েছে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা