অনলাইন ডেস্ক
এদিকে মঙ্গলবার (১১ জানুয়ারি) রাতে দেশের বিভিন্ন স্থানে গুঁড়িগুঁড়ি বৃষ্টিপাত হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে যশোরে। সেখানে ১৬. ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।
বুধবার (১২ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা তোফাজ্জাল হোসেন।
তোফাজ্জাল হোসেন জানান, বুধবার সকালে দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ৯০ শতাংশ। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩ থেকে ৪ কিলোমিটার। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬ থেকে ৮ কিলোমিটার পর্যন্ত উন্নীত হতে পারে।
বুধবার সৈয়দপুরে ১৫.২, তেঁতুলিয়ায় ১৪.৯, ডিমলায় ১৪.৫, রাজশাহীতে ১৬.০, যশোরে ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
তিনি আরো জানান, মঙ্গলবার (১১ জানুয়ারি) রাতে সৈয়দপুর, পাবনা, সিরাজগঞ্জ, রাজশাহী, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, যশোর, সাতক্ষীরা, নেত্রকোনা, সিলেট ও শ্রীমঙ্গলসহ দেশের আরো কিছু এলকায় বৃষ্টিপাত হয়েছে। যশোরে ১৬.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ (বুধবার) দেশের আরও কিছু স্থানে হালকা বা গুড়িগুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা