অনলাইন ডেস্ক
কুকের পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড’র (বিসিবি) চাকরি ছাড়লেন ফিজিও জুলিয়ান ক্যালফাতোও। তিনি অবশ্য বিসিবি’র সঙ্গে চুক্তি নবায়ন করবেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জুলিয়ান। সেখানে বাংলাদেশ দলের সঙ্গে কাজ করার স্মৃতি রোন্থন করে বেশ আবেগী বার্তাই দিয়েছেন এই দক্ষিণ আফ্রিকান।
উল্লেখ্য, নিজের ইন্সটাগ্রাম প্রোফাইলে বিসিবির সঙ্গে সম্পর্ক শেষ হওয়ার খবর জানিয়ে বিশদ বিবৃতিতে ক্যালেফাতো লিখেছেন, ‘আমার ইনিংসটি শেষ হলো। বিসিবির সঙ্গে চুক্তি শেষ হয়ে যাওয়ার পর আমি সেটি আর না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। অতিমারির এই সময় আন্তর্জাতিক ভ্রমণে আমাদের সঙ্গী জৈব সুরক্ষাবলয়ের জীবন। কোয়ারেন্টিনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়াটা ছিল সব সময়ই কঠিন। এটি একটি বিরাট চ্যালেঞ্জ। গত ১৮ মাসে ১০০’র বেশিবার আমি করোনা পরীক্ষা করিয়েছি। এটা করতে করতে আমার নাকে এখনো ব্যথা।’
‘আমি বিসিবিকে ধন্যবাদ জানাতে চাই। এমন একটা সুযোগ আমাকে দেওয়ার জন্য। বাংলাদেশ দলে আমার সঙ্গীদের সঙ্গেও তৈরি হয়েছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আমি বাংলাদেশ দলের ফিজিও থাকাকালীন কিছু অর্জন আছে আমার। ভারতে দিনরাতের টেস্টে গ্যালারিভর্তি দর্শকের সামনে দলের খেলার কথাটা মনে পড়ছে। সে খেলায় গ্যালারির দর্শকের চিৎকার এখনো আমার মাথায় ঘোরে। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে ইতিহাসে প্রথমবারের মতো সিরিজ জয়- এটাও ভীষণ গর্বের।’
২০১৯ সালের আগস্টে ফিজিওর দায়িত্ব নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ হন দক্ষিণ আফ্রিকা ও ইতালির যৌথ নাগরিক ক্যালেফাতো। তখন তার সঙ্গে চুক্তি করা হয়েছিল ২০২১ সালের নভেম্বর পর্যন্তই। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শেষ হয়ে গেছে সেই চুক্তি। দুই পক্ষ আর চুক্তি নবায়ন করেনি।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা