অনলাইন ডেস্ক
শুক্রবার (১৬ অক্টোবর) বিশ্ব খাদ্য দিবস-২০২০ উপলক্ষ্যে হোটেল সোনারগাঁওয়ে কৃষি মন্ত্রণালয় আয়োজিত এক আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধন অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যুক্ত হয়ে তিনি এ কথা বলেছেন।
শেখ হাসিনা বলেছেন, ‘দরিদ্র মানুষদের বিনাপয়সায় খাবার দিয়ে যাচ্ছি। এটা অব্যাহত রাখবো সব সময়। একটি মানুষও না খেয়ে থাকবে না। মানুষ যেনো সুস্বাস্থ্যের অধিকারী হয় সেটাই আমাদের লক্ষ্য।’
তিনি আরও বলেছেন, ‘খাদ্য সংকট নিয়ে আওয়ামী লীগ দেশের শাসনভার গ্রহণ করলেও, এখন খাদ্য উদ্বৃত্তের পাশাপাশি পুষ্টি নিরাপত্তা অর্জনের চেষ্টা করছে।’
কৃষি উৎপাদন বাড়াতে ডিজিটাল প্রযুক্তি কাজে লাগাচ্ছে সরকার এমন মন্তব্য করে তিনি বলেছেন, ‘সরকার জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পুষ্টি নিরাপত্তাও নিশ্চিত করছে। এছাড়া প্রতিটি মানুষের ঘরে খাদ্য পৌঁছে দেওয়া ও চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে।’
ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ গড়ার অঙ্গীকারের কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেছেন, ‘সরকার জাতীয় কৃষি সম্প্রসারণ নীতি প্রণয়ন এবং জিডিপির ৪ শতাংশ প্রণোদনা প্যাকেজ ঘোষণা দিয়েছি, তাতে আমাদের কৃষকরাই সব থেকে বেশি সুবিধা পাচ্ছে। সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি পুষ্টি নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে। সাধারণ মানুষ, গরিব, নিম্নবিত্ত মানুষ যারা করোনাকালীন সময়ে কোনো কাজ করতে পারে নাই তাদের জন্য প্রায় ২ হাজার ৫০৩ কোটি টাকার বরাদ্দ দিয়ে বিনামূল্যে খাদ্য বিতরণ করে যাচ্ছি।’
তিনি আরও বলেছেন, ‘করোনায় অনেকে হাত পেতে নেবে না তাই তাদের জন্য ১০টা কেজি দরে চাল বিক্রি করছি। এজন্য ২৫১ কোটি টাকা খরচ করছি। কৃষিকে যান্ত্রিকীকরণ করার জন্য বিশেষ বরাদ্দ দিয়ে যাচ্ছি। এক্ষেত্রে ৩ হাজার ২২০ কোটি বরাদ্দ রেখেছি। কৃষকদের খুব অল্পমূল্যে যেনো কৃষি যন্ত্রপাতি ক্রয় করতে পারে। কৃষি সহায়তার জন্য ৯ হাজার ৫০০ কোটি টাকা বিশেষ অর্থ বরাদ্দ দিয়েছি। যাতে কৃষক উৎপাদনে উৎসাহ না হারায়।’
এ সময় নোবেল শান্তি পুরস্কার অর্জনের জন্য বিশ্ব খাদ্য সংস্থাকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ আন্তর্জাতিক সেমিনারে ৪৬টি দেশের ২৫৫ জন বিদেশি প্রতিনিধিসহ বাংলাদেশের সকল জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা