নীল রঙের টিশার্ট ! চোখে সানগ্লাস৷ হঠাৎই চশমা চোখ থেকে খুলে শার্টের পিছনে ঝুলিয়ে দিলেন সালমান ৷ একেবারে দাবাং স্টাইল৷ আর এই স্টাইলেই ভোট দিতে গেছিলেন বলিউডের দাবাং খান ৷
ইতিমধ্যেই দাবাং থ্রি-এর ফার্স্টলুক প্রকাশ্যে এসেছে ৷ খুব শীঘ্রই মুক্তি পাবে দাবাং থ্রি-র ট্রেলার ৷ আর তার আগেই সুযোগ পেয়ে দাবাংয়ের ঝলক দিয়ে গেলেন সালমান !
হরিয়ানা ও মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে৷ হরিয়ানার ৯০ আসনে লড়ছে বিজেপি, কংগ্রেস ও জেজেপি৷ মূল প্রতিদ্বন্দ্বী বিজেপি ও কংগ্রেস৷
১.৮৩ কোটির বেশি ভোটার৷ রাজ্যজুড়ে ১৯ হাজার ৫৭৮ পোলিং স্টেশনে চলছে ভোটগ্রহণ৷ সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলেছে সন্ধে ৬টা পর্যন্ত৷
পাঁচ বছর আগে দুটি রাজ্যেই ক্ষমতা দখল করেছিল বিজেপি। এ বছর লোকসভা ভোটে মহারাষ্ট্রে ৪৮টি আসনের মধ্যে বিজেপি এবং জোটসঙ্গী শিবসেনা মিলে দখল করে ৪১টি আসন।
কংগ্রেস মাত্র একটি এবং জোটসঙ্গী শরদ পওয়ারের এনসিপি জেতে ৪টি আসনে। মহারাষ্ট্রে ২৮৮টি বিধানসভা আসন৷
দুই রাজ্যেই বিজেপি-র ভোটে ইস্যু কাশ্মীরের ৩৭০ ধারা বিলোপ ও জাতীয়তাবাদ, সেখানে কংগ্রেস নিশানা করেছে বেকারত্ব, নোটবন্দি, জিএসটি ও আর্থিক মন্দাকে৷ তা সত্ত্বেও হরিয়ানা ও মহারাষ্ট্রে বিজেপি-ই ক্ষমতায় ফিরবে বলে জানাচ্ছে বিভিন্ন বুথ ফেরত সমীক্ষা৷
মহারাষ্ট্রে ক্ষমতায় ফিরতে পারে বিজেপি ও শিবসেনা জোট৷ দুই রাজ্যে ভোট ছাড়াও উপনির্বাচন চলছে বিহারের সমস্তিপুর লোকসভা আসনে৷
এছাড়াও বিধানসভা উপনির্বাচন হচ্ছে ৫১টি আসনে ও ১৭টি লোকসভা কেন্দ্রে৷নিউজ১৮।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা