টেস্ট ক্রিকেটের মঞ্চে প্রথম যেদিন নেমেছিলেন, সেদিনই তিনি ইতিহাসের পাতায় নাম লিখিয়েছিলেন। কারণ তার চেয়ে বেশি ওজনের ক্রিকেটার আগে কখনো আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে দেখা যায়নি।
উচ্চতা ছয় ফুট পাঁচ ইঞ্চি আর ওজন ১৪০ কেজি। এই বিশালকায় শরীর নিয়েই আফগানিস্তান ব্যাটিং লাইন একা ধসিয়ে দিয়েছেন রাহকিম কর্নওয়াল। ২৩.৫ ওভারে ৭৫ রানে নিয়েছেন ৭ উইকেট।
গত পাঁচ দশকে কোনো ওয়েস্ট ইন্ডিজ স্পিনারের টেস্টে এটাই সেরা বোলিং। কর্নওয়ালের রেকর্ড গড়া ওই বোলিংয়ে লখনউ টেস্টে ১৮৭ রানে গুটিয়ে গেছে স্বাগতিক আফগানিস্তানের প্রথম ইনিংস।
শুরুটা স্বস্তির হয়নি ক্যারিবীয়দেরও। ৩৪ রানের মধ্যে তারা হারিয়ে বসে ক্রেগ ব্রাথওয়েট ও শাই হোপকে। শামারাহ ব্রুকসকে নিয়ে দিনের বাকি সময়টা অবশ্য নির্বিঘ্নে পার করে দিয়েছেন জন ক্যাম্পবেল।
প্রথম দিনের খেলা শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ছিল ২২ ওভারে ২ উইকেটে ৬৮। ক্যাম্পবেল ৩০ আর ব্রুকস আজ ব্যাট করতে নামবেন ১৯ রান নিয়ে।
টস হেরে ব্যাটিংয়ে নেমে কর্নওয়ালের বোলিং তোপে পড়ে আফগানিস্তান। শুরুটা ইব্রাহিম জাদরানকে দিয়ে। সুইপ খেলতে গিয়ে স্লিপে জেসন হোল্ডারের তালুবন্দি হয়েছেন এই উদ্বোধনী ব্যাটসম্যান। হাফসেঞ্চুরির জুটি গড়ে এ ধাক্কা সামলে ভালো ভিতে দলকে দাঁড় করিয়ে দেন জাভেদ আহমাদি ও ইহসানুল্লাহ।
১১৭ টেস্টের ৪২টিতেই বাংলাদেশের ইনিংস পরাজয়
কিন্তু ইনিংসের সর্বোচ্চ স্কোরার আহমাদিকে (৩৯) আউট করে জোমেল ওয়ারিকান ৫৬ রানের জুটিটা ভাঙার পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে আফগান ব্যাটিং লাইন।
মায়াবী ঘূর্ণিতে দ্রুত চার উইকেট নিয়ে আফগানিস্তানের ব্যাটিং মেরুদণ্ডটাই ভেঙে দেন কর্নওয়াল। ১০০ না পেরোতেই তারা হারিয়ে বসে ৬ উইকেট। এ সময়ে ৮ রানের ব্যবধানে চার উইকেট তুলে নেন তিনি।
শেষদিকে আমির হামজার ৩৪ ও আফসার জাজাইয়ের ৩২ রানে ১৮৭ রানের সম্মানজনক স্কোর গড়ে রশিদ খানের দল। ক্রিকইনফো
রাহকিম ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নেমেছিলেন। তার সামনে মাত্র দুই সেশনের একটু বেশি সময় টিকতে পারে আফগান ব্যাটসম্যানরা।
ভারতের মাটিতে ভিনদেশি কোনো স্পিনারের এটা পঞ্চম সেরা বোলিং ফিগার। সবার ওপরে আছেন অস্ট্রেলিয়ার অফ স্পিনার ন্যাথান লিঁও। তিনি ২০১৭ সালে ব্যাঙ্গালুরুতে ভারতের বিপক্ষে ৫০ রান দিয়ে নিয়েছিলেন আট উইকেট।
ওজনের দিক থেকে তিনি ছাড়িয়ে গেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ওয়ারউইক আর্মস্ট্রংকে। আর্মস্ট্রংয়ের ওজন ছিল ১৩৩ থেকে ১৩৯ কেজির মধ্যে। তিনি ১৯০২ থেকে ১৯২১ সালের মধ্যে অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন ৫০টি টেস্ট।
ভারতের মাটিতে ভিনদেশি স্পিনারের সেরাবোলিং
ফিগার ক্রিকেটার প্রতিপক্ষ ভেন্যু সাল
৮/৫০ ন্যাথান লিঁও ভারত ব্যাঙ্গালুরু ২০১৭
৮/২১৫ জেসন ক্রেজা ভারত নাগপুর ২০০৮
৭/৪৯ হেডলি ভেরিটি ভারত চেন্নাই ১৯৩৪
৭/৭২ রিচি বেনো ভারত চেন্নাই ১৯৫৬
ভারতের মাটিতে ভিনদেশি স্পিনারের সেরা বোলিং
৭/৭৫ রাহকিম কর্নওয়াল আফগানিস্তান লখনৌ ২০১৯
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা