অনলাইন ডেস্ক
সাম্প্রতিক কালে পাকিস্তানের সাদা বলের দলে অনেক নতুন মুখ সুযোগ পেয়েছেন। কিন্তু দীর্ঘমেয়াদী সাফল্য প্রায় কেউই পাননি। ফলে দল থেকে বাদ পড়তে হয়েছে।
সেই নিয়ে দেশের বোর্ডের সমালোচনা করে আফ্রিদি বলেছেন, “পাকিস্তানের হয়ে খেলা এখন খুব সহজ ব্যাপার হয়ে গিয়েছে। আগে পেশাদার ক্রিকেটারদের কাছে সব থেকে বড় স্বপ্ন থাকত দেশের হয়ে খেলা। এখন যে কেউ সুযোগ পেয়ে যাচ্ছে।”
আফ্রিদির মতে, যে কোনও ক্রিকেটারকে ঘরোয়া ক্রিকেটে অন্তত ২-৩ বছর খেলতে দেওয়ার পরেই জাতীয় দলে সুযোগ দেওয়া উচিত। বলেছেন, “ঘরোয়া ক্রিকেটে বা পাকিস্তান সুপার লিগে একটা-দুটো ম্যাচে ভাল খেলার পরেই জাতীয় দলে সুযোগ দেওয়া হচ্ছে কেন? ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলার সুযোগ দেওয়া উচিত।”
আফ্রিদির সংযোজন, “আন্তর্জাতিক ম্যাচ খেলার মতো মানসিক শক্তি ক্রিকেটারদের মধ্যে কতটা রয়েছে, সমর্থক এবং সংবাদমাধ্যমে চাপ সামলাতে তৈরি কি না, এসব বিচার করেই জাতীয় দলের হয়ে খেলার সুযোগ দেওয়া উচিত। আমাদের দেশে ক্রিকেটারদের প্রতিভা থাকলেও মানসিক ক্ষেত্রে অনেকটা পিছিয়ে।”
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা