অনলাইন ডেস্ক
দয়া করে আমরা যে যেখানে আছি সেখানে অবস্থান করি। কোনভাবে বাসা থেকে বের না হই বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন,
মঙ্গলবার (১৯ মে) আসন্ন পবিত্র ঈদুল ফিতর ও করোনা মহামারী নিয়ে আইন শৃংঙ্খলা এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান আইজিপি।
বেনজীর আহমেদ বলেন, ‘জীবনের ঝুঁকি নিয়ে দেশের বাড়ি যাবার জন্য যারা ফেরিঘাটে অবস্থা করছেন তারা ফিরে আসুন। দরকার হলে পুলিশ আপনাদের সহযোগিতা দেবে। দয়া করে আপনি যেখানে আছেন সেখানে অবস্থান করেন।’
তিনি বলেন, ‘সরকারের বিধিনিষেধ মেনে এ সময় প্রত্যেকেরই চলা উচিত। তারই অংশ হিসেবে প্রতিবারের মতো এবার যেন ঈদে গ্রামের বাড়িতে আমরা না যাই। গ্রামে যেন আমরা করোনাদূত হয়ে আবির্ভূত না হই। আপনার মাধ্যমে আপনার পরিবার, স্বজন কিংবা গ্রামবাসীও এ ভাইরাসে আক্রান্ত হতে পারে।’
আইজিপি বলেন, ‘কিছু লোকের তৎপরতায় সোশ্যাল মিডিয়া দূষিত হয়ে গেছে। যে কারণে দেশের মানুষ সোশ্যাল মিডিয়াতে কোন তথ্য পেলে সেটা অবিশ্বাস করে।’
বেনজীর বলেন, ‘ব্যক্তিগত গোষ্ঠীগত স্বার্থ হাসিলের জন্য যারা গুজবের মতো অপরাধজনক কাজ করছেন তাদেরকে গ্রেপ্তার করা হবে।’
ওআ