অনলাইন ডেস্ক
পটুয়াখালী সংবাদদাতা: কুয়াকাটা শহরের মধ্যদিয়ে বয়ে যাওয়া একটি খাল দখল ও দূষণে অস্তিত্ব সংকটে পড়েছে। গত কয়েক দশকেও খালটি পুনঃখনন না করায় এবং খালের সীমানা নির্ধারণ না করায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মনে করেন স্থানীয়রা। আর খালে ময়লা আবর্জনা ফেলায় পানি প্রবাহ বন্ধ ও মশার প্রজনন ক্ষেত্রে পরিণত হয়েছে।
সীববাড়িয়া নদী থেকে শুরু হয়ে কুয়াকাটা পৌর শহরের মধ্যদিয়ে বয়ে যাওয়া এই খালটি প্রায় ৮ কিলোমিটার পর্যন্ত বর্তমানে টিকে আছে। তবে এর মধ্যে চার কিলোমিটার খাল প্রবাহমান থাকলেও বাকি চার কিলোমিটার মরা খালে পরিণত হয়েছে। পাশাপাশি খালের দুই পাশ দখল হওয়ায় কমেছে খালের প্রশস্ততা। শহরের যাবতীয় ময়লা আবর্জনা খালে ফেলায় খালটির পানি প্রবাহ এখন বন্ধ হয়ে গেছে। জলাবদ্ধতা আর নোংড়া পানিতে সৃষ্টি হচ্ছে মশা মাছি।
সূর্যোদয় ও সূর্যাস্তের বেলাভূমি খ্যাত সাগর কন্যা কুয়াকাটা শহরে অধিকাংশ খালের এমন বেহাল অবস্থা। দীর্ঘদিন এসব খাল পরিস্কার ও পুনঃখনন না করায় বেদখল হয়ে যাচ্ছে। খাল দখল করে নির্মাণ করা হচ্ছে কাঁচা পাকা স্থাপনা।
এদিকে খালগুলোকে প্রবাহমান করতে বাঁধ অপসারনের পাশপাশি পুনঃখননের কথা জানালেন জেলা প্রশাসক নূর কুতুবুল আলম।