দক্ষিণ আফ্রিকায় একটি বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। তাছাড়া আহত হয়েছেন আরও অন্তত ৬২ জন।
দেশটির পরিবহন মন্ত্রী ফিকিলে এমবালুলা এক বিবৃতিতে জানায়, সোমবার (২ মার্চ) সোমবার দক্ষিণ আফ্রিকার উপকূলীয় পূর্বাঞ্চলীয় কেপ প্রদেশে বাসটি খাড়া বাঁধ ভেঙে নিচে পড়ে যায়।
ফিকিলে এমবালুলা বলেন, ‘একটি দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি মেনে নেওয়া মর্মান্তক এবং মর্মস্পর্শী।’
এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৮০ জনের বেশি যাত্রী নিয়ে বাসটি চেবে নামক এলাকায় যাচ্ছিল। কোলয়েনি গ্রামের কাছে পৌঁছলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে যায়। নিয়ন্ত্রণ হারানোর সময় বাসটি কাঁচা রাস্তা দিয়ে চলছিল বলে জানা গেছে।
প্রতিবেদনে আরও বলা হয় , বাসটিতে থাকা যাত্রীরা বেশিরভাগই ছিলেন বৃদ্ধ এবং শিক্ষার্থী। তারা সরকার প্রদত্ত সামাজিক অনুদান আনার জন্য চেবেতে যাচ্ছিলেন।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা