অনলাইন ডেস্ক
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরির দেখা পেয়েছেন জয়। কেশব মহারাজের বলে দুই রান নিয়ে শতকের দেখা পান জয়। তিন অংক স্পর্শ করতে তাঁর লেগেছে ২৬৯টি বল। মেরেছেন ১০টি বাউন্ডারি ও একটি ছক্কা। তাঁর ব্যাটে চড়েই ডারবানে লড়াই করছে বাংলাদেশ।
ডারবানে গতকাল শুক্রবার এই টেস্টের প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে ৩৬৭ রানে থামায় মুমিনুল হকের দল। দলের পক্ষে সর্বোচ্চ ৯৩ রান করেছেন তেম্বা বাভুমা।
বিপরীতে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দুই তরুণ ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়ের ব্যাটে ভালো শুরু করে বাংলাদেশ। কিন্তু, ভালো শুরুর আভাস দিয়ে শেষ পর্যন্ত চা বিরতির আগেই সাদমানকে হারায় সফরকারীরা।
এরপর দিনের তৃতীয় সেশনের শেষ দিকে এসে এলোমেলো হয়ে যায় বাংলাদেশের টপ অর্ডার। এক সাইমন হার্মারের স্পিনের কাছেই হার মানেন বাংলাদেশের চার টপঅর্ডার ব্যাটার। আজ সাজঘরে ফিরেছেন লিটন দাস, ইয়াসির আলী রাব্বি ও নাইটওয়াচম্যান হিসেবে গতকাল মাঠে নামা তাসকিন আহমেদ।
তবে বাকিদের আসা-যাওয়ার মিছিলেও বেশ নির্ভার থেকে ব্যাটিং করেছেন জয়। থিতু হয়ে আজ দিনের প্রথম সেশনেই তুলে নিয়েছেন ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট হাফসেঞ্চুরি। এবার দিনের দ্বিতীয় সেশনে এসে দেখা পেয়েছেন ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরির। তাঁর সেঞ্চুরিতেই ডারবানে দক্ষিণ আফ্রিকার বিশাল রান টপকানোর লড়াই করছে বাংলাদেশ।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা