অনলাইন ডেস্ক
এক ঘণ্টা বৃষ্টিতে খেলা বন্ধ থাকার পর আবার শুরু হয়। তখন বৃষ্টি আইনে দক্ষিণ আফ্রিকার লক্ষ্য দাঁড়ায় ১৪ ওভারে ১৪২ রান। এর আগে ৯ ওভার শেষে প্রোটিয়াদের স্কোর ছিল ৪ উইকেটে ৬৯ রান।
পাকিস্তানের দেয়া ১৮৬ রানের টার্গেটে খেলতে নেমে শুরুতেই হোঁচট খায় প্রোটিয়ারা। প্রথম ওভারের শেষ বলে শাহিন আফ্রিদির বলে শূন্য রানে সাজঘরে ফেরেন দুর্দান্ত ফর্মে থাকা ডি কক। ইনিংসের তৃতীয় ওভারে আবারও আঘাত হানেন আফ্রিদি। এবারের বিশ্বকাপে সেঞ্চুরি করা রাইলি রুশোকে (৭) শিকার করে দক্ষিণ আফ্রিকাকে বিপর্যয়ে ফেলে দেন তিনি। আফ্রিকার তৃতীয় উইকেট জুটিতে মাত্র ২৭ বলে ৪৯ রান সংগ্রহ করে পাকিস্তানকে বিপদের ইঙ্গিত দেন অধিনায়ক বাভুমা ও মার্করাম। তবে ৮ম ওভারের প্রথম বলেই বাভুমাকে ফিরিয়ে দেন শাদাব খান। তৃতীয় বলে আবারও মার্করামকে নিজের শিকারে পরিণত করলে ম্যাচ পাকিস্তানের দিকে হেলে পড়ে। ৯ ওভারে দক্ষিণ আফ্রিকার ৪ উইকেটে ৬৯ রান সংগ্রহের পর নামে বৃষ্টি।
বৃষ্টির পর মাঠে নেমে আর ঘুরে দাঁড়াতে পারেনি দক্ষিণ আফ্রিকা। ক্লাসেন আশা জাগিয়ে ৯ বলে ১৫ রানে আউট হন শাহিন আফ্রিদির বলে। এরপর ১৮ বলে ১৮ রান করে ক্যাচ দিয়ে ফেরেন স্টাবস। এরপর প্রোটিয়াদের ব্যাটাররা আশা যাওয়ার মধ্যেই থেকেছেন। ১৪ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার ইনিংস থামে ১০৮ রানে। ফলে বৃষ্টি আইনে ৩৩ রানে জয় পায় বাবর আজমরা।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে রিজওয়ানকে নিয়ে শুরুটা ভালো করতে পারেননি বাবর আজম। ৪ রানে রিজওয়ানকে ফেরান পারনেল। একটা সময় ৪৩ রানে ৪ উইকেট হারিয়ে বসে পাকিস্তান। পঞ্চম উইকেট জুটিতে ৫২ রান যোগ করে প্রাথমিক ধাক্কা সামাল দেন মোহাম্মদ নওয়াজ ও ইফতেখার আহমেদ। নওয়াজ ২৮ রানে ফিরলেও ইফতেখার পান অর্ধশতকের দেখা। পরে সাদাব খানের ২২ বলে ৫২ রানের ঝড়ো ইনিংসে ভর করে ৯ উইকেট হারিয়ে ১৮৫ রানের লড়াকু স্কোর দাঁড় করায় পাকিস্তান।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা