অনলাইন ডেস্ক
গত শুক্রবার থাইল্যান্ডের কোহ সামুই দ্বীপের একটি ভিলায় সন্দেহজনক হার্ট অ্যাটাকে মৃত্যু হয় ৫২ বছর বয়সী ওয়ার্নের। তার রুমে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে বন্ধুরা প্রাথমিক চিকিৎসা দেন। পরে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্তেও থাই পুলিশ কোনো অস্বাভাবিকতা খুঁজে পায়নি। ওয়ার্নের স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে তারা নিশ্চিত করেছে। এরপরই শুরু হয় তার মরদেহ দেশে ফিরিয়ে আনার কার্যক্রম।
বৃহস্পতিবার অস্ট্রেলিয়ান পতাকায় মোড়ানো ওয়ার্নের কফিন তোলা হয় ব্যক্তিগত বিমানে। ডন মুয়াং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় সকাল ৮টা ২৪ মিনিটে এটি অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হয়েছে।
টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ ৭০৮ উইকেট নেওয়া ওয়ার্নের অন্ত্যেষ্টিক্রিয়া আগামী ৩০ মার্চ রাষ্ট্রীয় মর্যাদায় হবে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ওই দিন লাখ লাখ দর্শকের উপস্থিতিতে লেগ স্পিন জাদুকরকে শেষ শ্রদ্ধা জানানো হবে বলে ভিক্টোরিয়া রাজ্যের প্রধান জানান।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা