ডাকসু ভিপি নুরুল হক নুর ও তার সহযোগীদের ওপর মুক্তিযুদ্ধ মঞ্চের হামলার ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে। মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য।
সোমবার সকালে ক্যাম্পাসের বিভিন্ন স্পটে তাদের সতর্ক অবস্থান ও প্রহরা দেখা গেছে।
জানা গেছে, ওই হামলার জের ধরে আজ ক্যাম্পসের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় কিংবা ওই ঘটনাকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থতি এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদেরও।
এর আগে, রবিবার দুপুরে ডাকসু ভবনের মূল ফটক বন্ধ করে ভিপি নুর ও তার সহযোগীদের ওপর লাঠিসোটা নিয়ে হামলা করা হয়। এছাড়া বাইরে থেকে ইট-পাটকেল ছোড়াও হয়। এতে অন্তত ১৪ জন আহত হয়েছেন। এই হামলার জন্য ভিপি নুর ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চকে দায়ী করেছেন।
এদিকে হামলাকারীদের ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষণা করেছে ছাত্র ইউনিয়নসহ বামপন্থী ছাত্র সংগঠনগুলো।
Like & Share our Facebook Page: Facebook
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা