ময়মনসিংহ প্রতিনিধি
শনিবার (৩০ মে) সকালে এবং শুক্রবার (২৯ মে) রাতে ত্রিশালের পোড়াবাড়ি বাজারের আশপাশের বাড়ি থেকে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর ১০ টাকা কেজির এ ৫০ বস্তা চাল উদ্ধার করা হয়।
ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান এবং ত্রিশালের সহকারী কমিশনার ( ভূমি) মোঃ তরিকুল ইসলাম এর নেতৃত্বে ত্রিশাল থানা পুলিশের সহায়তায় দু’দফা অভিযান চালিয়ে এ চালের বস্তা উদ্ধার করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানাযায়, ত্রিশাল উপজেলার মঠবাড়ি ইউনিয়নের পোড়াবাড়ি বাজারে শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পোড়াবাড়ি বাজারের জনৈক দুলালের তালাবদ্ধ ঘর থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ৩৬ বস্তা চাল (প্রতি বস্তা ৩০ কেজি করে) পুলিশের সহযোগিতায় উদ্ধার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। তবে উদ্ধার অভিযান টের পেয়ে ঘটনাস্থল থেকে বাদামিয়া গ্রামের বাছির উদ্দিনের ছেলে অভিযুক্ত দুলাল মিয়া পলাতক রয়েছে।
এদিকে শনিবার (৩০ মে) সকালে আবারও খবর আসে দুলালের বাড়ির আশেপাশের বাড়িতেও চাল রয়েছে। এর প্রেেিত ত্রিশালের সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে চারটি বাড়ি থেকে ১১ বস্তা চাল (প্রতিটি ৪০/৫০ কেজি) উদ্ধার করেন। এ উদ্ধার করা চাল খাদ্যবান্ধব কর্মসূচীর না ত্রাণের চাল তা যাচাই করা হচ্ছে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মাহমুদুল ইসলাম জানান, ‘প্রায় ১৫শ’ কেজি ওজনের উদ্ধারকৃত চালের এ ঘটনার বিষয়ে দোষীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।’
fblsk
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা