ইরানের রাজধানী তেহরানে ইমাম খোমেনী (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের অদূরে পারান্দ এলাকায় ইউক্রেনের একটি বিমান বিধ্বস্ত হয়ে ক্রুসহ ১৮০ জন আরোহীর সবাই নিহত হয়েছে।
বুধবার ভোররাতে ইরানের ইমাম খোমেনি বিমানবন্দরে বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরই বিধ্বস্ত হয়। ইরানের সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে আল জাজিরা।
যান্ত্রিক ত্রুটির কারণে বোয়িং-৭৩৭ সিরিজের বিমানটি বিধ্বস্ত হয়েছে। এদিকে দুর্ঘটনার বিষয়ে ইরানের এভিয়েশন সংস্থার মুখপাত্র রেজা জাফরজাদেহ বলেন, খবর পাওয়ার পরেই ঘটনার তদন্তে ঘটনাস্থলে একটি তদন্ত দল পাঠানো হয়েছে।
এদিকে এই দুর্ঘটনার পর বিবৃতি দিয়েছে বিমান নির্মাণ সংস্থা বোয়িং। বিবৃতিতে বোয়িং জানায়, তারা দুর্ঘটনার বিষয়ে অবগত রয়েছে এবং তথ্য সংগ্রহ করছে।
বিমানটি তেহরান থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভের দিকে যাচ্ছিল। বিমানটি বিধ্বস্ত হওয়ার সঙ্গে ইরান-যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা স্পষ্ট নয়।
ইরাকে মার্কিন সেনা ঘাঁটিতে হামলার পরপরই ইরানে এই দুর্ঘটনা ঘটলো। এর আগে ২০১৯ সালে ইরানে বোয়িং ৭০৭ সেনা মালবাহী বিমান বিধ্বস্ত হয়ে ১৬ যাত্রীর ১৫ জন নিহত হয়েছিলেন।
Like & Share our Facebook Page: Facebook
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা