অনলাইন ডেস্ক
বিশ্ববাজারে যখন জ্বালানি তেলের দাম কম ছিল তখন দেশে বেশি দামে তেল বিক্রি করে বিপুল পরিমাণ লাভ করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন- বিপিসি। ২০১৩ সালে বিশ্ববাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম ছিল ৯৪ মার্কিন ডলার, ২০১৬ সালে তা ৪০ ডলারের নিচে নেমে আসে। ২০১৪-১৫ অর্থবছর থেকেই বিপিসি ভর্তুকি কাটিয়ে লাভে ছিল।
২০১৫ থেকে ২০২২ সালের জুন পর্যন্ত আট বছরে সংস্থাটি জ্বালানি তেল বিক্রি করে প্রায় ৪৮ হাজার কোটি টাকা মুনাফা করে। সেখান থেকে সরকার নিয়েছে প্রায় ১২ হাজার কোটি টাকা। প্রায় ৩২ হাজার কোটি টাকা আছে বিভিন্ন ব্যাংকে নানা প্রকল্পের নামে। এই অর্থ কিভাবে কোথায় ব্যয় হচ্ছে তা প্রকাশের দাবি সিপিডির গবেষণা পরিচালক গোলাম মোয়াজ্জেম ও জ্বালানী বিশেষজ্ঞ মোহাম্মদ তামিম।
লাভজনক থাকার পরেও সম্প্রতি অস্বাভাবিকহারে জ্বালানি তেলের দাম বাড়ানোর যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তারা। তবে বিপিসি চেয়ারম্যান এবিএম আজাদ জানান, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে লাভের টাকা বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ব্যবহার করছে তারা। চলতি বছর জ্বালানি তেলের দাম প্রায় ৫০ শতাংশ বাড়ানোর পরও বিপিসি বলছে, তারা ভর্তুকি দিচ্ছে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা