অনলাইন ডেস্ক
পৌষের হাড় কাঁপানো শীতে কাঁপছে উত্তরের জনপদ। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছেন খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কোথাও কোথাও সূর্যের দেখা মিললেও কমছে না শীতের দাপট।
উত্তরের বিভিন্ন জেলায় দেখা দিচ্ছে শীতজনিত নানা রোগ। হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। আবহাওয়া অফিসের তথ্য মতে, আজ এখন পর্যন্ত সর্বনিু তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চল এবং নদী অববাহিকায় মাঝারী থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পরতে পারে। সেইসাথে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।
আরোও পড়তে পারেন : ধনু নদীতে নৌযানে প্রকাশ্যে চাঁদাবাজি