ভারতের রাজধানী দিল্লির রামলীলা ময়দানে এক লাখেরও বেশি জনতার উপস্থিতিতে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন অরবিন্দ কেজরিওয়াল।
রোববারের (১৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠানে কেজরিওয়ালের সঙ্গে শপথ নিয়েছেন আরও ছয় মন্ত্রী- মনিষ সিসোদিয়া, সত্যেন্দর জেইন, গোপাল রাই, কৈলাস গেহলত, ইমরান হুসেইন ও রাজেন্দ্র গৌতম।
গত ১১ ফেব্রুয়ারি দিল্লির বিধানসভা নির্বাচনে বিপুল ভোট পেয়ে ৭০টি আসনের মধ্যে ৬২টি আসনে বিজয়ী হয়েছে কেজরিওয়ালের আম আদমি পার্টি (এএপি)। এবারে তৃতীয় মেয়াদে দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন কেজরিওয়াল।
সকালে এক টুইটে কেজরিওয়াল দিল্লিবাসীর আশীর্বাদ চেয়ে বলেন, তৃতীয় মেয়াদে মুখ্যমন্ত্রীর শপথ নিতে যাচ্ছি আমি। আপনাদের ছেলেকে আশীর্বাদ করতে রামলীলা ময়দানে চলে আসুন।
শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হলেও আসেননি তিনি। এছাড়া, অন্য কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীকে এতে আমন্ত্রণ জানানো হয়নি।
অনুষ্ঠানে স্কুল শিক্ষক, চিকিৎসক, অটোচালক, কেয়ারটেকার, পরিচ্ছন্নতাকর্মীসহ লক্ষাধিক জনতা উপস্থিত ছিলেন। এনডিটিভি।
Like & Share our Facebook Page: Facebook
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা