অনলাইন ডেস্ক
উত্তরের হিমেল হাওয়া আর কনকনে ঠাণ্ডা উপেক্ষা করে দেশ-বিদেশের লাখো মুসল্লির স্রোত নেমেছে টঙ্গীর তুরাগ তীরের ইজতেমা ময়দানের পথে। রাজধানীসহ দেশের নানা প্রান্তের মুসল্লিরা বুধবার থেকেই দ্বিতীয় পর্বের ইজতেমায় আসতে থাকেন। এবারের ইজতেমায় অংশ নিচ্ছে তাবলিগ জামাতের মাওলানা সাদ অনুসারীরা।
শুক্রবার ফজরের নামাজের পর পাকিস্তানের মাওলানা ওসমানের আম বয়ানের মধ্যদিয়ে শুরু হয়েছে দ্বিতীয় পর্বের ইজতেমার আনুষ্ঠানিকতা। এতে কোরআন ও হাদিসের আলোকে ঈমান, আখলাক এবং দ্বীনের মেহনতের উপর গুরুত্ব্পূর্ণ বয়ান করেন তিনি।
জুমার নামাজে অংশ নিতে ভোর থেকেই বিভিন্ন এলাকার মুসলিরা ছুটে আসেন টঙ্গী ময়দানে। বড় জামাতে নামাজ আদায় করতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেন তারা।
ভারতের মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ কান্দলভীর ইমামতিতে বৃহত্তম এই জুমার নামাজে ময়দানে জায়গা না পেয়ে অনেকেই দাঁড়িয়ে যান রাস্তা, আশপাশের বাড়ির ছাদ ও নৌকায়। খুতবায় দেশের নানা সংকট থেকে উত্তরণ এবং মুসলিম উম্মাহর শান্তি কামনা করা হয়। মুসল্লিদের নিরাপত্তায় ইজতেমা এলাকায় রয়েছে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর কঠোর তৎপরতা।
মাওলানা সাদ কান্দলভী এবারের ইজতেমায় অংশ নিচ্ছেন না। তবে তার তিন ছেলে ও জামাতা বয়ান করবেন। তুরাগ তীরে টানা তিন দিন আখলাক, ঈমান ও আমালের ওপর তাবলীগ জামাতের শীর্ষস্থানীয় মুরুব্বিদের বয়ান শুনে দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে অংশ নেবেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা