অনলাইন ডেস্ক
দিনাজপুর আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, সোমবার (৩ জানুয়ারি) দিনাজপুরে সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৯৫ শতাংশ। তবে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁ জেলার বদলগাছিতে। সেখানে ১০ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড হয়েছে।
সোমবার সকালে হিলি বন্দরের বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়, হাড়কাপানো শীতের কারণে শহরে লোকজন অনেকটাই কম। তবে দিনমজুর, রিকশা-ভ্যান চালকসহ নিম্ন আয়ের মানুষরা জুবুথুবু হয়ে বসে আছেন। আবার কোথাও কোথাও আগুন জ্বালিয়ে জটলা বেঁধে অনেকেই শীতকে প্রতিহত করার চেষ্টা করছেন।
এদিকে ঘন কুয়াশার কারণে জেলার বিভিন্ন সড়কে চলাচলরত যানবাহন সমূহকে হেড লাইট জ্বালিয়ে চলতে দেখা গেছে।
দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, সোমবার সকাল ৬ টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ছিল ৯৫ শতাংশ। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫ থেকে ৭ কিলোমিটার। তবে বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০ থেকে ১৪ কিলোমিটার পযর্ন্ত উন্নীত হতে পারে। তিনি আরো বলেন, সোমবার রংপুরে ১২.৫ ডিগ্রি, ডিমলায় ১২.৫ ডিগ্রি, রাজারহাটে ১২ ডিগ্রি, রাজশাহীতে ১১.৫ ডিগ্রি, শ্রীমঙ্গলে ১০.৯ ডিগ্রি, তেতুলিয়ায় ১১ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
হাকিমপুর (হিলি) উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ আলম বলেন, ‘কয়েক দিনের তীব্র শীত আর ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আমরা উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছি। উপজেলার তিনটি ইউনিয়নসহ বিভিন্ন এতিমখানা ও মাদরাসায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এখন পর্যন্ত প্রায় এক হাজার কম্বল দিয়েছি। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।’
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা